মামলায় খালাস পেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলার শুনানি আপিল বিভাগে গত বৃহস্পতিবার শেষ হয়েছে। রায় ঘোষণার পর যদি খালাস পান, তখনই তিনি দেশে ফিরবেন।’
কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবিত সংসদে পিআর পদ্ধতি চালুর সমালোচনা করে আলাল বলেন, ‘কাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। পিআর পদ্ধতিতে সে সুযোগ নেই। আরও মজার বিষয়, যারা পিআর চান, তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। পিআর হলে আলাদা প্রার্থী ঘোষণার দরকারই পড়ে না। ওই রাজনৈতিক দলগুলোর এ দাবিটিও সাংঘর্ষিক। এ ছাড়া পিআর পদ্ধতি যতগুলো দেশে আছে, তার বেশির ভাগ অস্থিতিশীল সরকার। যারা পিআর নিয়ে কথা বলেন, তারা অনেকেই এর সঠিক ব্যাখ্যা জানেন না।’
নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ বন্ধ, অর্থনীতি স্থবির হয়ে গেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘ব্যাংক খাত পুনর্গঠনের জন্য জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার প্রয়োজন। এসব সংকট উত্তরণে আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে।’
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপনের সভাপতিত্বে মতবিনিময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত