শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ১৯ আগস্ট মঙ্গলবার ভোররাতে কর্ণজোড়া বিজবি ক্যাম্পের সদস্যরা এসব জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কর্ণঝোরা ক্যাম্পের টহলরত সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চোরাই পথে আনা মালামাল ফেলে পালিয়ে যায়। এসবের মধ্যে রয়েছে- ৫৫৮টি মোবাইল ডিসপ্লে, ২৪০ কেজি জিরা, ২ হাজার পিস ভারতীয় জেলিট গার্ড, ১০ হাজার ৮, পিস জিলেট গার্ড কার্টিজ, ১২শ পিস স্ক্রীণ শাইন ক্রিম ও একটি ডিসকভার মোটরসাইকেল।
এছাড়াও হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করে। এসবের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।