গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃত নারী সাথি খানম ওরফে সুন্দরী (পিতা: রেজাউল শেখ) কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম এলাকার তার বাড়ির আশপাশ থেকে তাকে আটক করা হয়।
আটককালে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটককৃত সাথি খানম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের মাদক ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযান চালানোর ফলে এলাকায় এক প্রকার স্বস্তির আবহ তৈরি হয়েছে।