আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক সময়ের কন্ঠ :
গত কয়েকদিন যাবৎ গাজা সিটি দখলের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। এ কয়দিনে নতুন করে আরও কয়েক জায়গায় অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবহিনী। এবার এমন পরিস্থিতির মধ্যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেটগুলো আটকাতে তারা চেষ্টা চালিয়েছে। তবে সেই প্রচেষ্টা সফল হয়েছে কিনা নিশ্চিত করা হয়নি এখনো।
এই রকেট হামলার সময় গাজা সীমান্তবর্তী ইসরায়েলি সম্প্রদায় নাহাল ওজ, কফার আজা এবং সাআদ এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত