শেরপুর সদর প্রতিনিধি:
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৯ আগস্ট শনিবার বিকেলে শেরপুরে এক প্রীতি সমাবেশ এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ-এর আয়োজনে নালিতাবাড়ী উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরেন চন্দ্র বর্মন।
এসময় অন্যান্যদের মধ্যে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ট্রাইবাল নেত্রী কেয়া নকরেক, হাজং নেতা সুকুমার হাজং, প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মন, আইপি ফেলো সুমন্ত বর্মন, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, শিক্ষক এস.এম. আবু হান্নান, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য হাজং কমিউনিটির নেতা বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি প্রবীণ শিক্ষক সুকুমার হাজং এবং বর্মন নেতা প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মণকে সম্মাণনা স্মারক প্রদান করা হয়। এর আগে হাজং একাদশ বনাম বর্মন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাজং একাদশ ১-০ গোলে বর্মন একাদশকে পাজিত করে জয়লাভ করে।
সমাবেশে অন্যান্য হাজং একাদশ বনাম বর্মন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমী স্থাপনের দাবী জানানো হয়। এতে হাজং, বর্মন, গারো, কোচ, হদি সহ স্থানীয় নৃ-জনগোষ্ঠির অর্ধ-শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত