1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

নিখোঁজের ৩৬ ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্তৃক জোত্যির লাশ উদ্ধার

মজিদ মিয়া, গাজীপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মজিদ মিয়া, গাজীপুর প্রতিনিধি : 


গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির লাশ উদ্ধার করেছে ফারার সার্ভিসের কর্মীরা। ‎ ‎

মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে ফারার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ওই নারীর সন্ধানে তৃতীয় দিনের মত টঙ্গীর গাজীপুরা টেকপাড়া বিলে অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ‎

‎এর আগে গত রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

তিনি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামক একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। ‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মত লাশের সন্ধানে নেমে ডুবুরি দল টঙ্গীর গাজীপুর এলাকার টেকপাড়া বিল থেকে নারীর লাশ উদ্ধার করেছে।

লাশটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ‎ ‎টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট