শেরপুর সদর প্রতিনিধি :
বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষক সমিতির আয়োজনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মুহসীন আলী আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। এসময় তিনি বলেন, “বর্তমান সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিশ্বাস করি, একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষকদের সমাজে মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ আজাহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য এ কে এম আব্দুল আউয়াল, শেরপুর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় বক্তারা বলেন, দেশে আজ শিক্ষকরা নিদারুণ অবহেলার শিকার। দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন না হওয়ায় শিক্ষক সমাজে হতাশা বিরাজ করছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এছাড়া কলেজ পর্যায়ে নানা অনিয়ম, প্রশ্নফাঁস, পরীক্ষা বাণিজ্যসহ নানা দুর্নীতির চিত্রও উঠে আসে বক্তৃতায়। বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগের আমলে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে অর্থের বিনিময়ে তাদের আবারো পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হতো। এ ধরনের দুর্নীতি শিক্ষারমানকে ধ্বংস করছে।”
তারা আরো বলেন, সময় এসেছে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। সম্মেলনের মাধ্যমে শুধু নেতৃত্বের হস্তান্তর নয়, বরং শিক্ষকদের সম্মান ও অধিকারের প্রশ্নে এক নতুন জাগরণের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন। সবার কণ্ঠে ছিল একটাই বার্তা “শিক্ষকের সম্মান জাতির সম্মান, আর তা রক্ষায় আমরা একতাবদ্ধ।
সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ কয়েকটি দাবি উত্থাপন করেন: সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তকরণে স্বচ্ছতা, অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত