1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন প্রেমিক-প্রেমিকা গ্রেফতার নীলফামারীতে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে মতোয়ালির বিরুদ্ধে গাজায় ‘অনাহারের অপরাধ বন্ধে’ হামাসের ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক বইপড়া কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বিতরন শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার ১ সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরন স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আব্দুল্লাহ্ রাজধানীর মিরপুরে কসমো স্কুলে আগুন বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী এঁর সমাধিস্থলে পুলিশ সুপার নীলফামারীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক চলছে।

আজ বুধবার (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। আরও ৩ জন বিশেষজ্ঞ বাংলাদেশে আসার কথা রয়েছে।

তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মো. নাসির উদ্দিন বলেন, এখন তাদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। তিনি হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।

প্রসঙ্গত, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিক্যাল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। আজ আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় এবং যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে, বুধবার থেকেই তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসায় অংশ নেবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট