1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার ১

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

নালীতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি : 


শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ২২ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল গ্রাম থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আহসান হাবীব হেলাল (৪৮) নয়াবিল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে গেলেও এক কেজি গাঁজাসহ আহসান হাবীব হেলালকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট