রাশেদুজ্জামান, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তরফপুর ইউনিয়নের মুচিরচালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সোনা মিয়া (৫৩) ও মাটিয়াগাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)। নিহত ফিরোজ মাটিয়াগাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফিরোজা আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক ছিলো ফিরোজ মিয়া ও সোনা মিয়ার। সোমবার দিনগত রাতে ফিরোজের সাথে দৈহিক সম্পর্ককালীন বিষয়টি নজরে পড়ে তার আরেক প্রেমিক সোনা মিয়ার। তাদেরকে ঘরে আটকের চেষ্টা করে সোনা মিয়া। ধস্তাধস্তির একপর্যায়ে ফিরোজকে পেটে টেটা দিয়ে আঘাত করে সোনা মিয়া। এই সুযোগে অর্ধ উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায় ফিরোজ মিয়া। জামিলও তার পিছু নেয়। এরপর মঙ্গলবার সকালে অর্ধ উলঙ্গ অবস্থায়ই মাটিয়াগাড়া ক্ষেতের পাশে ফিরোজের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত ফিরোজ মিয়ার ভগ্নিপতি ফরহাদ মোল্লা অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা গেছে তবে কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তা উন্মোচন করার জন্য ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। আশা করছি পুরো বিষয়টি দ্রুতই বের হয়ে আসবে।