1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাইলস্টোনে হতাহতদের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার যাদের বাঁচিয়েছি তারাও আমার সন্তান বলেছিলেন মাহেরিন চৌধুরী শিক্ষা সচিব জোবায়ের কে প্রত্যাহার বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার ফেইসবুক স্ট্যাটাস গায়েব মাইলস্টোনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩ পাইলট তৌকিরের জানাযা সম্পন্ন মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে রাজশাহী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরূদ্ধ দুই উপদেষ্টা উত্তরার বিমান দূর্ঘটনায় সর্বশেষ যা জানা গেল রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ পল্টন মোরে ককটেল বিস্ফোরন

মাইলস্টোনে হতাহতদের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ : 


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বেগম জিয়া বলেন, “মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই বিশাল বেদনাকে সহ্য করার শক্তি দান করেন।”

তিনি আরও বলেন, “এই দুঃসময়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের জন্য প্রয়োজনীয় রক্তদানে এগিয়ে আসতে হবে।”

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং দলের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তার নির্দেশনা দেন।

তার নির্দেশে সোমবার দুপুরেই ঘটনাস্থলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ একাধিক নেতৃবৃন্দ।

এছাড়াও, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স বহর দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার তৎপরতায় সক্রিয় অংশগ্রহণ করে তারা আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

দুর্ঘটনার পর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে সহায়তায় অংশ নেন। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এই মানবিক উদ্যোগগুলো মনিটর করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট