1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট… উইন্ডিজের বিপক্ষে রেকর্ড ব্যাবধানে সিরিজ জিতলো বাংলাদেশ… গাজীপুর থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ শিকলবন্দী অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার… মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙ্গচুর-লুটপাট: পাল্টা পাল্টি অভিযোগ… চমক রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা… ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া… নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব… ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে হস্তান্তর করবে সরকার… থানায় ঢুকে পুলিশকে মারধর, সাবেক শিবির নেতা গ্রেফতার…

চলতি বছরেই যৌথ মহরায় নামবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :


চলতি বছরে তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ মহড়া অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে আসন্ন গ্রীষ্মে তিনটি যৌথ সামরিক মহড়া ও একটি নতুন সামরিক সক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতাগুলো দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

টাইগার লাইটনিং মহড়া : চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক ‘টাইগার লাইটনিং’ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে যুদ্ধ, মেডিকেল ইভাকুয়েশন এবং আইইডি প্রতিরোধের মতো কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হবে।

টাইগার শার্ক ২০২৫ : ২০০৯ সাল থেকে ‘টাইগার শার্ক’ যৌথ মহড়া শুরু হয়েছে। এটি ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা, ক্ষুদ্র অস্ত্রের ব্যবহারে দক্ষতা এবং বিশেষ অভিযান পরিচালনার কৌশল শেখানো হবে। মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো- যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : এই মহড়াটি বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে। এতে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সি-১৮০ বিমানবহরের গুরুত্ব তুলে ধরা হবে। এছাড়াও সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) ও অ্যারোমেডিকেল অপারেশনের মাধ্যমে মানবিক সহায়তার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরকিউ-২১ কর্মসূচি চালু : যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মিলে একটি নতুন ইউএএস (মানববিহীন আকাশযান ব্যবস্থা) সক্ষমতা গড়ে তুলছে। আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনার জন্য সেনা ও নৌ সদস্যদের নিয়ে একটি বিশেষ রেজিমেন্ট গঠন করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রমে আরও দক্ষতা অর্জন করবে।

এসব যৌথ মহড়া ও প্রযুক্তিগত সহায়তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট