মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে প্রতিকি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে (১৮জুলাই) জেলা যুব ভবন প্রাঙ্গণে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, সহকারী পরিচালক হাসান আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ছাত্র প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, শহিদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহিদ নাঈমের মামা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ম্যারাথনটি যুব ভবন থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষার্থী শিক্ষক ছাড়াও বিভিন্নজন কর্মসুচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নুতন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ রেখে করতে হবে। এরফলে নতুন যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়িত হবে।