1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশের ফুটবল ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক,দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক, দৈনিক সময়ের কন্ঠ : 


বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ক্লাবটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ এনেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ।

নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাফুফে সূত্র।

এই নিষেধাজ্ঞার ফলে নতুন মৌসুমের জন্য এবারের দলবদলে কোনো খেলোয়াড়কে দলে টানতে পারবে না ফকিরেরপুল।

বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেওয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

গত মৌসুমে ফকিরেরপুলের অন্যতম সেরা পারফরমার উজবেক ফুটবলার জাকানোভ। ক্লাবটির হয়ে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন তিনি। যদিও লিগের প্রথম পর্বের পর আর দেখা যায়নি তাকে। সূত্রমতে, তার বকেয়া পারিশ্রমিকের পরিমাণ প্রায় ২০-২৫ লাখ টাকা।

প্রসঙ্গত, ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া ফকিরেরপুল পয়েন্ট টেবিলের আটে থেকে গত মৌসুম শেষ করে। এবার দল সাজাতে হলে ১৪ আগস্টের আগে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে তাদের। কারণ সে তারিখেই শেষ হবে এবারের দলবদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট