শেরপুর (সদর) প্রতিনিধি :
শেরপুর জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভাসহ নয়টি ইউনিটের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ ৮ জুলাই রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী ও সাবেক সভাপতি মাহমুদুল হোক রুবেল সহ ২৯ জন বক্তব্য রাখেন।
সভাশেষে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ সাংবাদিকদের জানান, সভায় সর্বসম্মতিক্রমে জেলার নয়টি ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুতই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে কোন চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি ও আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনাই এমন কেউ স্থান পাবেনা।