1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে শেরপুর সদর ০১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার মতবিনিময় সভা

শেরপুর (সদর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
Oplus_0

 

শেরপুর (সদর) প্রতিনিধি :


শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার নিজ বাস ভবনে ৬ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।

এসময় তিনি মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বলেন, শেরপুর জেলা বাংলাদেশের একটি অনগ্রসর জেলা। এই জেলার মানুষের যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল তা আদৌ হয়নি। ফ্যসিস্ট নিষিদ্ধ সংগঠনের নেতারা উন্নয়নের নামে হরিলোট করে পালিয়েছে।

বিগত ৪৩ বছর শেরপুর সদর আসনে বিএনপির কোন সংসদ সদস্য ছিলনা এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎকালীন এমপি আমার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করে। শুধু তাই নয় নির্বাচনী প্রচারনার সময় গাড়ী ভাংচুর এবং আমার কর্মীদের অন্যায় ভাবে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয় এবং প্রকার হুমকি দেওয়া হয় বলে তিনি মতবিনিময়কালে অভিযোগ করেন।

এছাড়াও তিনি আরো বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং আমি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ প্রতীক নিয়ে শেরপুর সদর-১ আসনে নির্বাচিত হলে সুবিধা বঞ্চিত শেরপুরকে এগিয়ে নিয়ে যাবার সু-দৃঢ় পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি শেরপুরের জনগণকে বিএনপির পাশে থাকার জন্য আহ্বান জানান।

সেই সাথে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের  বিরোধ না করে ঐক্যবদ্ধ থেকে শেরপুর জেলার উন্নয়নের স্বার্থে মতবিরোধ ভুলে গিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেন।

শেরপুর জেলা বিএনপি সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।

এসময় তিনি বলেন – এখনও বিভিন্ন সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা রয়েছে। প্রশাসন যন্ত্র ঠিকমত কাজ করছেন না, ফ্যাসিস্ট সরকারের কিছু মনোনীত ব্যক্তিদ্বারা প্রশাসন কাজ করছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, মোঃ রমজান আলী, মোঃ রেজাউল করিম রুমি, তেরা বাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট