মোঃ আলমগীর হোসেন
বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ(ত্রিশাল)
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদককারবারী কে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিকনির্দেশনায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর নেতৃত্বে সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ত্রিশাল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ।
অভিযানে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় এলাকায় নওশের আলীর হাফ বিল্ডিং থেকে ৪৮ গ্রাম হেরোইন,২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫ শত টাকা,এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১.ফেরদৌসি (৩৯) 2. বকুল মিয়া (৩৭)।
ওসি মনসুর আহাম্মদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত