অদ্য ১৮/৬/২০২৫ ইং রোজ শুক্রবার সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক(ময়মনসিংহ বিভাগ) মোঃ জাফরুল্লাহ কাজল।
এ সময় তিনি প্রতিষ্ঠানের নানা বিষয় তদারকি করেন ও একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি সজন মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রে অবস্থানরত রোগীদের সাথে মত বিনিময় সভা করেন বলে জানা যায়।
উক্ত সভায় তিনি রেগীদের মাদকের ভয়াবহতা উল্লেখ করে মাদক থেকে দূরে থাকার বিভিন্ন প্রকার জীবনমুখী উপদেশ প্রদান করেন,যা রোগীদের মনোবল বৃদ্ধির সহায়ক।
এছাড়াও তিনি কর্তৃপক্ষ কে সরকারী সকল প্রকার বিধি- নিষেধ ও নিয়ম- কানুন মেনে চলা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় বিবেচনায় উক্ত প্রতিষ্ঠান টি আরও বড় পরিসরে পরিচালনার আদেশ দেন।
এছাড়াও পরিদর্শকাল ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ, মোঃ হেলাল উদ্দিন(পরিদর্শক শেরপুর), সজন মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের মেডিকেল অফিসার নাভিদ অঞ্জম সিয়াম ও ডাক্তার তিলক।
উল্লেখ্য শেরপুর জেলা শহরে চাপাতলী(এতিম খানা মোর) এ অবস্থানরত সজন মদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র লাইসেন্স নং – (শেরপুর ০১) প্রায় এক যুগ যাবৎ মাদকসেবী- দের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহেরখান অপুর নেতৃত্বে রোগীদের মান-সম্মত সেবা প্রদানের মাধ্যমে বেশ কিছু সম্মাননা এবং পদকও অর্জন করে সজন মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র।