কুষ্টিয়া শহরতলীতে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ডা. আবুল কাশেম লেনের বাসিন্দা আইয়ুব হোসেনের ছেলে। সে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে কুমারখালী উপজেলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে লাহিনী বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।
নাহিদুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।